25 C
আবহাওয়া
১০:১৮ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » স্থগিত হওয়া চাম্বল ইউপি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

স্থগিত হওয়া চাম্বল ইউপি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

স্থগিত হওয়া চাম্বল ইউপি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

বিএনএ, চট্টগ্রাম : স্থগিত হওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে  চলছে ভোটগ্রহণ । বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১০টি কেন্দ্রে মোট ২৫ হাজার ৫৯০ জন ভোটার রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মুজিবুল হক চৌধুরী (নৌকা) ও তিন স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে সাহেদা বেগম নুরী (চশমা), ফজলুল কাদের (আনারস) এবং মো. এরশাদুর রহমান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা জানান, চাম্বল ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ভাবে চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর ইভিএম নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে মামলা ও পরবর্তীতে চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হয়। দ্বিতীয় তফসিলে ১৪ জুলাই হওয়ার কথা থাকলেও মামলা জটিলতায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে নির্বাচন কমিশন তৃতীয় তফসিলে ১২ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ