বিএনএ, ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো টাইগারদের।প্রথমে ব্যাট করে ২০৮ রান করে নিউজিল্যান্ড।২০৯ রানের কঠিন লক্ষ্য।জবাবে সাকিব আল হাসানের দল ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানেই থেমে যায়।
এতে এই সিরিজের টানা তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন টাইগাররা।
বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ। রান তাড়ায় বাংলাদেশের হয়ে একাই লড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসে ছিল একটি ছক্কা ও তিনটি চার। লিটন দাস ও সৌম্য সরকার দুজনই করেছেন ২৩ রান।
এর আগে, বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে কিউইরা। ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। তাই ফাইনালে খেলার আর কোনো সম্ভাবনা রইলো না সাকিবদের। চার ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিউ জিল্যান্ডের। তিন ম্যাচে ৪ পয়েন্ট পাকিস্তানের এবং বাংলাদেশ সমান খেলে কোনও পয়েন্ট পায়নি।
বিএনএ/ ওজি