16 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু জ্বরে মৃত্যু ও আক্রান্তের সবশেষ তথ্য

ডেঙ্গু জ্বরে মৃত্যু ও আক্রান্তের সবশেষ তথ্য

ডেঙ্গু

বিএনএ ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন ১৪৩ জন এবং বিভাগীয় শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন। সেইসঙ্গে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০ জনে।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা  ৯১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪২ জন। দেশের বিভাগীয় শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১৯ হাজার ৫২২ জন রোগী হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ