Bnanews24.com
Home » দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৩
করোনাভাইরাস সব খবর

দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৩

বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়াল

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ১৪ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪৩ জনের।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ২৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৪৩ জনের শরীরে করোনা পাওয়া যায়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৫। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৫৮।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ছয়জন, চট্টগ্রাম বিভাগে চারজন ও খুলনায় দুজন। এ ছাড়া বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।