14 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় একদিনে আক্রান্ত ২৫, মৃত্যু ১

চট্টগ্রামে করোনায় একদিনে আক্রান্ত ২৫, মৃত্যু ১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ১২ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ২ হাজার ৫০ জন। এসময় করোনায় উপজেলায় ১ জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রাম: আজকের খবর

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় ১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৩৬টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ১ জন, সিভাসু ল্যাবে ১১৮টি নমুনা পরীক্ষায় ৫ জন, আরটিআরএল ল্যাবে ৪টি নমুনা পরীক্ষায় ২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯৭টি নমুনা পরীক্ষায় ২ জন, শেভরণে ২৭২টি নমুনা পরীক্ষায় ৫ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষায় ৫ জন ও ৬২টি এন্টিজেন টেস্টে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

চট্টগ্রামের করোনার আজকের নিউজ

একইদিন কক্সবাজার মেডিকেল কলেজে ১৯টি, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪টি, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৮টি ও ল্যাব এইডে ৩ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামে করোনা আপডেট 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৫ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৫০ জন। যাদের মধ্যে নগরে ৭৩ হাজার ৮৫৯ জন এবং উপজেলায় ২৮ হাজার ১৯১ জন। একই সময় করোনায় ১ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১২ জন। যাদের মধ্যে নগরে ৭২০ জন ও উপজেলায় ৫৯২ জন।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ