27 C
আবহাওয়া
৬:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী আজ

শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী আজ

শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী আজ

বিএনএ ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। অশুভ শক্তিকে বধের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তমী তিথি। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে সপ্তমী তিথিতে দেবীর সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ত্রিণয়নী দেবীর। আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে বরণ করেছেন ভক্তরা।

প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে দেবীকে পূজা করা হয়েছে। এরপর কল্পনার মধ্য দিয়ে দেবীকে মনের আসনে বসানো হয়। সপ্তমী পূজা উপলক্ষ্যে সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপে রয়েছে নানা আয়োজন।

পঞ্জিকা মতে, এবার দেবী এসেছেন ঘোড়ায় চেপে। বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দোলায় চড়ে ফিরে যাবেন। সোমবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

সরকারের বেঁধে দেয়া নির্দেশনা মেনে পূজার আয়োজন করেছে আয়োজকরা। করোনা মহামারির কারণে সবাইকে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। আয়োজকরা জানিয়েছেন, করোনার কারণে এবারও উৎসব এর চেয়ে পূজা ও প্রার্থনাই মুখ্য।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ