বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। নেপালের প্রেসিডেন্টের দপ্তর আজ শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। পরে রাতেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।
৭৩ বছর বয়সী সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। এই পদে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতার’ জন্য আলোচিত ছিলেন তিনি।
প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রাজধানী কাঠমান্ডুর সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কারকিকে শপথ করান।
কাঠমান্ডু পোস্ট জানায়, নতুন সরকারকে ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। শপথের পরপরই কার্কি একটি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করবেন এবং প্রথম বৈঠক থেকেই কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন।
কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০১৬-১৭ সালে তিনি দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামে নেপালের তরুণ-তরুণীরা। সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হয়, এতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এরপর আন্দোলন তীব্র আকার ধারণ করে।
এর জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কেপি শর্মা অলি এবং আত্মগোপনে চলে যান।
বিএনএনিউজ/এইচ.এম।