28 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে স্টেডিয়ামে দর্শক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ইউএনওসহ আহত ৩০

কক্সবাজারে স্টেডিয়ামে দর্শক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ইউএনওসহ আহত ৩০


বিএনএ, কক্সবাজার : চট্টগ্রামের কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন, পুলিশসহ অন্তত ২০-৩০ জন আহত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

বিকেল ৩টায় রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই সকাল থেকে স্টেডিয়ামে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এ সময় অনেক দর্শক গেট ভেঙে মাঠের ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে উত্তেজিত দর্শকেরা। এতে সদরের ইউএনওসহ প্রায় ২০ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। তবে খেলা আর মাঠে গড়ায়নি। ম্যাচটি স্থগিত করা হয়েছে।

ঘটনাস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম। তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের সবাই শঙ্কামুক্ত বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চারপাশে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যস্ত থাকায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ