18 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ৩২ বছর পর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

৩২ বছর পর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

৩২ বছর পর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: ৩২ বছর পর চট্টগ্রামের আনোয়ারা থানার ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাফরকে (৫৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাফর আনোয়ারা থানার পারুয়াপাড়া এলাকার মো. আব্দুন নবীর ছেলে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ তথ্য জানায়।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আনোয়ারা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাফর গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আত্মগোপনে রয়েছে। গোপন সংবাদে এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১১ সেপ্টেম্বর) র‌্যাব ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে জাফর উক্ত মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। সে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৩২ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ