17 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু (১২ সেপ্টেম্বর)

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু (১২ সেপ্টেম্বর)


বিএনএ ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৩৭ জন।

সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৫ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি  রোগীদের মধ্যে ২২৮ জন রাজধানীর বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৫৩ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৫৯ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৯৪৬ জন।

সবশেষ গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। সেটিই চলতি বছরে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ২৬৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ