বিএনএ, ফেনী: ফেনী কারাগারে স্ত্রী মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের কক্ষে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনের তল্লাশীর অভিযোগ তদন্তে আদালতে পিটিশন দেয়া হয়েছে।চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে সোমবার(১২ সেপ্টেম্বর) বাবুলের পক্ষে পিটিশন আবেদনটি করেন তার আইনজীবী গোলাম মাওলা মুরাদ।
আদালতের বেঞ্চ সহকারী মনির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে আবেদনের পর কিছুক্ষণ আগে শুনানি হয়েছে। আদালত আবেদনটি আদেশের জন্য রেখেছেন।’
বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ গণমাধ্যমকে জানান,, ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন ফেনী কারাগারে ঢুকে কারাভ্যন্তরে বাবুল আক্তারের কক্ষে গিয়ে তল্লাশি করেন।কারাগারের ক্লোজড সার্কিট ক্যামেরা চেক করলে ওসির কারাগারে প্রবেশের বিষয়টির সত্যতা পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।
তবে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন কারাগারে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও বাবুল আক্তারের কক্ষে যাবার বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি বলেন, ডাকাতি মামলার আসামির সঙ্গে কথা বলতে তিনি কারাগারে গিয়েছেন।
বিএনএ/ ওজি