21 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ফেনী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

ফেনী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আ’লীগের মনোনয়ন পেলেন যারা


বিএনএ, ফেনীঃ আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়নে চমক এসেছে। পুরোনোদের অনেককে বাদ দিয়ে নতুন মুখ অগ্রাধিকার দেয়া হয়েছে। রোববার(১১ সেপ্টেম্বর) রাতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা দেয়া হয়।

জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার জানান, ১নং ওয়ার্ডে ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ডে ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ৩নং ওয়ার্ডে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেব জেকব, ৪নং ওয়ার্ডে সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আফছার আপন, ৫নং ওয়ার্ডে দাগনভূঞা পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহাম্মদ, ৬নং ওয়ার্ডে চরছান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩নং ওয়ার্ডে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ সদস্য শাহিদা আক্তার শেফালীকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এদের মধ্যে কাজী ওমর ফারুক, নুরুল আফছার আপন, লায়লা জেসমিন বড় মনি জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ছিলেন। অপর ৫ জন নতুন মুখ। এর আগে সন্ধ্যায় ফেনী পৌরসভার কনফারেন্স রুমে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে জেলা আওয়ামীলীগের বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

প্রসঙ্গত, জেলা পরিষদের ৬টি সাধারণ ও ২টি সংরক্ষিত নারী ওয়ার্ডে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলের বিভিন্ন পর্যায়ের ১৩০ জন নেতা আবেদন করেছেন। আগের দিন শনিবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চেয়ারম্যাান পদে দ্বিতীয়বারের মতো খায়রুল বশর মজুমদার তপনকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। তপন জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।

তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটের দিন ধার্য রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ