Bnanews24.com
Home »  ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি, নিহত ৫
বিশ্ব সব খবর

 ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি, নিহত ৫

ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি, নিহত ৫

বিএনএ, বিশ্বডেস্ক : পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে।  রোববার(১১ সেপ্টেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরতায় আঘাত হানে। এর উৎপত্তিস্থল কাইনান্টু শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে।

পাপুয়া নিউগিনির কিছু অংশে বিদ্যুৎবিভ্রাট এবং ভবনগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে রাজধানী পোর্ট মোরেসবির ৩০০ মাইল দূর পর্যন্ত ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে এই দেশ প্রায়ই ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে একটি সুনামি হয়েছিল। এতে ইন্দোনেশিয়ায় প্রায় ১ লাখ ৭০ হাজারসহ সমগ্র অঞ্চলজুড়ে ২ লাখ ২০ হাজার ব্যক্তি মারা যায়।

বিএনএ/ ওজি