18 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » গৃহবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল,আটক ২

গৃহবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল,আটক ২

গৃহবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল,আটক ২

বিএনএ নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক গৃহবধূকে স্বামী ও দেবর মিলে নির্যাতন করেছে। এর একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে  রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ২ জনকে আটক করেছে পুলিশ।

যাদের আটক করা হয়েছে, তারা হলেন, স্বামী আমির হোসেন (৪০) ও তার বোন হাসিনা বেগম। তারা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুরের মৃত মছিজ উদ্দিনের সন্তান। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ রাজারামপুরের মোহাম্মদীয়া মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আমেনা বেগমকে (৩০) তার স্বামী আমির হোসেন ও দেবর এরশাদ লাঠি পেটা করে এবং থাপ্পড়, লাথি ও কিল-ঘুষি দিয়ে গুরুত্বর আহত করে। পরবর্তীতে গৃহবধূকে নির্যাতনের ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ তার বাবার বাড়ি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, শনিবার বিকেলে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। পরে রোববার সকালের দিকে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনায় আরেক হোতা দেবর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ