21 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত, আরোহী আহত

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত, আরোহী আহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিএনএ, ঢাকা:  রাজধানীর মহাখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কাওছার আহমেদ (২৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।তিনি মহাখালীস্থ একটি পরিবহনের টিকেট মাস্টার ছিলেন।  শনিবার(১১সেপ্টেম্বর) দিবাগত রাতের এ দুর্ঘটনায় মোটরসাইেকলের একজন আরোহীও আহত হন।

রোববার(১২সেপ্টেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

মৃত কাওছার মহাখালী বাস টার্মিনালে একটি পরিবহনের টিকেট মাস্টার হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি সদর নরসিংদী জেলায়। তিনি পরিবার নিয়ে পূর্ব নাখালপাড়া এলাকায় থাকতেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

খগেন্দ্র চন্দ্র বলেন, শনিবার দিবাগত রাতে মহাখালী সিকদার ফিলিং স্টেশন সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল চালিয়ে যাবার সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় কাওছার। তার সঙ্গে থাকা অপর একজন আহত হয়েছে।তার নাম ঠিকানা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪ডটকম, আহা, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ