বিএনএ রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা পৌর এলাকার ৫নং ওয়ার্ড। প্রতিষ্ঠানের নাম ডা. আব্দুল কাদের বালিকা দাখিল মাদরাসা। পুরো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও প্রবেশ পথ পানিতে তলিয়ে গেছে। হাঁটু সমান পানি পার করে যেতে হচ্ছে মাদরাসা ও প্রশাসনিক ভবনে। ভবনের ভেতরেও পানি। প্রতিষ্ঠানের অফিস কক্ষসহ পাঁচটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছে পানি। আর ক’দিন বৃষ্টি হলে বাকি ভবনগুলোতেও পানি ঢুকবে। এ নিয়ে দারুণ দুশ্চিন্তায় শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা কেউ অ্যাসাইনমেন্টের খাতা নিতে কেউবা খাতা জমা দিতে হাঁটু সমান পানি পার করেই যাতায়াত করছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে দেখা যায়, মাঠ জুড়ে জন্মেছে ঘাস। মাঠে ও মাদরাসার বারান্দায় জমে থাকা পানির মধ্যে সাঁতার কাটছে হাঁস!
প্রতিষ্ঠানের প্রধান প্রধান মাওলানা আব্দুল কুদ্দুস জানালেন, ‘প্রতিষ্ঠানটি উঁচু জায়গা হওয়া সত্ত্বেও পানি জমে রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট রয়েছে। সেটা ব্যক্তিগত জায়গার উপর দিয়ে হওয়ার কারণে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। একারণেই পানি জমাট বেঁধেছে। সরকারি জায়গার উপর দিয়ে যদি কোন কালভার্ট থাকতো তাহলে আমাদের এই দুর্ভোগ ও ভোগান্তিতে পড়তে হতো না। ইতোমধ্যে আমাদের পাঁচটি শ্রেণিকক্ষ ও অফিস কক্ষে পানি প্রবেশ করেছে। এখন আমরা পানির মধ্যেই অফিস করছি। শুধু দুর্ভোগ আর ভোগান্তিই নয় রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কাও রয়েছে।’
এ দিকে সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ। শুরু হচ্ছে পাঠদান। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর স্কুল-কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে এই পানি নিষ্কাশন করা খুবই জরুরি বলে জানান তিনি।
পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল বলেন, ‘মালিকানার জায়গা ছাড়া পানি বের করার কোনো রাস্তা নেই। সরকারি জায়গা দিয়ে পানি বের করতে হলে পাকা সড়ক কেটে কালভার্ট বসিয়ে বের করতে হবে। তবে আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে পানি নিষ্কাশনের দ্রুত সম্ভব ব্যবস্থা করব।’
এ বিষয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম জানান, ‘প্রতিষ্ঠানটিতে জলাবদ্ধতার বিষয়টি আমি অবগত আছি। যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। যত দ্রুত সম্ভব অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করব।’
বিএনএনিউজ২৪/ এমএইচ