বিএনএ, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গুম-খুনের সাথে জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পাশাপাশি গণতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক আখতার হোসেন উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে বিভিন্ন হল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলগুলো থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সবাই টিএসসিতে একত্রিত হলে শুরু হয় সমাবেশ।
এ সময় শিক্ষার্থীরা, ‘বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ‘দখলদারের রাজনীতি/শিক্ষকদের রাজনীতি, এই ক্যাম্পাসে হবে না’, ‘গেস্টরুম-গণরুম, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিএনএ/ ওজি/এইচমুন্নী