বিএনএ, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা বৈঠক করেন। এ বৈঠকে পণ্যবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন ও মঙ্গলবার(১৩ আগস্ট) থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন এবং বৃহস্পতিবার(১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে পরিচালনার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ মো. নাহিদ হাসান খাঁন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে।
আজ সকাল ৬টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে একটি পণ্যবাহী ট্রেন। সকাল ৯টা নাগাদ আরেকটি ট্রেন ছেড়ে যায়।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার কারফিউ জারি করলে গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রী ও কন্টেনারবাহী এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। গত ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হলেও ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথমদিন আবারও বন্ধ হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলে আন্দোলনের মুখে ৩ আগস্টের পর কন্টেনারবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
বিএনএ,নিউজ/রেহানা/এইচ.এম/হাসনা