17 C
আবহাওয়া
৭:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সিরিয়ায় সেনাবাসে আইএসের হামলা : নিহত বেড়ে ৩৩

সিরিয়ায় সেনাবাসে আইএসের হামলা : নিহত বেড়ে ৩৩


বিএনএ, বিশ্বডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

যদিও এর আগে বলা হয়েছিল এ হামলায় ২৬ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সেনা সদস্যদের বহনকারী বাসটিতে হামলা হয়।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, সেনা সদস্যদের বহনকারী বাসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।

এ উগ্র হামলা চলতি বছর সরকারি বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ।

জঙ্গি গোষ্ঠী আইএস সিরিয়ায় তাদের দখলে রাখা সব ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ হারালেও দেশটির বিশাল মরুভূমির বিভিন্ন স্থান থেকে এখনও গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আইএস যোদ্ধারা এখন মূলত অতর্কিত হামলা করে দ্রুত পালিয়ে যাওয়ার কৌশলে কার্যক্রম চালাচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ