33 C
আবহাওয়া
১২:২৭ অপরাহ্ণ - অক্টোবর ১, ২০২৩
Bnanews24.com
Home » বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীর দক্ষিণ কমলাপুরে বস্তিতে আব্দুর রহমান (৭০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছেন তার নাকে-মূখে রক্ত জমাট বেধে ছিল। শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, দক্ষিণ কমলাপুর রুপালি ক্লাব সংলগ্ন বস্তির একটি টিনশেড ঘরে একাই থাকতেন ওই বৃদ্ধ। এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।সকালে আশপাশের ঘরের লোকজন তাকে অচেতন অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখে ট্রিপল নাইনের মাধ্যমে থানায় খবর দেন।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, স্থানীয়রা তার নাম আব্দুর রহমান বলে জানতেন। এর বেশি কিছু কেউ জানতে চাইলেও তিনি বলতেন না।তিনি আরও জানান. মরদেহের নাকে-মুখে রক্ত লেগেছিল। ঘটনাটি মনে হয় রহস্যজনক। তদন্ত করা হচ্ছে। কি কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Total Viewed and Shared : 165 


শিরোনাম বিএনএ