21 C
আবহাওয়া
৮:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ওয়েবিলের নামে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল

ওয়েবিলের নামে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল

ওয়েবিলের নামে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল

বিএনএ ডেস্ক: ওয়েবিলের নামে বেশি ভাড়া আদায় করলে গণপরিবহণের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, গণপরিবহণে কিছুতেই অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। ওয়েবিলপ্রথা বাতিল করা হয়েছে। ওয়েবিলের নামে বাড়তি ভাড়া নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বিআরটিএ জিরো টলারেন্স নীতিতে আছে। জানান, বাসের ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে ঢাকায় ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মালিক, পরিবহণ শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। কেউ ওয়েবিলের নামে ভাড়া বেশি নিলে গাড়ি ডাম্পিং করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

বাড়তি ভাড়া আদায় নিয়ে সমালোচনার মুখে ওয়েবিল প্রথা বাতিল করার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তারা বলছে, ঢাকা ও এর আশপাশের শহরতলির বাসে রাস্তায় কোনো পরিদর্শক (চেকার) থাকবে না। এক বাসস্ট্যান্ড থেকে অন্য বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলের সময় বাসের দরজা বন্ধ রাখতে হবে। অর্থাৎ রুট পারমিটে বর্ণিত বাসস্ট্যান্ডের বাইরে থামিয়ে যাত্রী তোলা যাবে না।

গত সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এ–সংক্রান্ত সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে বলা হয়, ওইদিন থেকেই তা কার্যকর হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ