16 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে মাতামুহুরি সার্ভিস নামক যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

বুধবার (১২ জুলাই) বিকাল ৫ টার দিকে হিমছড়ি ঢালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিমা আক্তার ঈদগড় ৭নং ওয়ার্ড জালালের জুম এলাকার আব্দুল মোনাফের মেয়ে। তিনি সিএনজিতে করে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন।

জানা গেছে , তসলিমা আক্তারের শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি এলাকায়। কুরবানি ঈদে সন্তানদের নিয়ে তিনি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায়  আরো চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জব্বার।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ