বিএনএ, বিশ্বডেস্ক : সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় মাহের আল-আগাল নামে এক আইএস নেতার মৃত্যু হয়েছে। এ হামলায় গ্রুপটি এক উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহর জিন্দারিস শহরের বাইরে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ জুলাই) পেন্টাগন এ খবর জানিয়ে বলছে হামলায় কোন বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।
যদিও যদিও তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।।
ইসলামিক স্টেট (আইএস)সিরিয়া থেকে ইরাক পর্যন্ত বিস্তৃত ৪০,০০০ বর্গমাইল এরও বেশি নিয়ন্ত্রণে নেয়। তাদের শাসনে থাকে প্রায় ৮০ লক্ষ মানুষ। ২০১৯ সালে গ্রুপের আঞ্চলিক রাষ্ট্রটি ভেঙে পড়লেও এর নেতারা গেরিলা কৌশল নেওয়া শুরু করে।
বিএনএনিউজ/এইচ.এম।