বিএনএ,ময়মনসিংহ : গফরগাঁওয়ে মশাখালীতে ব্রিজের উপর লাইনের ফিসপ্লেট ভেঙ্গে প্রায় ঘন্টাখানেক ঢাকা ময়মনসিংহ যোগাযোগ বন্ধ ছিল। এখন কাজ চলছে পাশাপাশি ধীর গতিতে ট্রেনও পার করে রেল যোগাযোগ সচল রাখা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাইদ) দুপুর একটার দিকে মশাখালী এলাকার গোলাবাড়ি শীলা নদীর ব্রীজে এই ঘটনা ঘটে।
গফরগাঁওয়ের স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শীলা নদীর ব্রিজের লাইনের উপরে ফিস প্লেটের চলটা ধরে প্রায় দেড় ফুটের মত উঠে গেছিল। এখন কাজ চলছে পাশাপাশি ধীর গতিতে ট্রেনও পারাপার করে রেল যোগাযোগ সচল রাখা হয়েছে।
এ বিষয়ে গফরগাঁও ফাঁড়ির উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মশাখালী পার হয়ে শীলা নদীর ওপর ব্রিজের উপর লাইনের ফিস প্লেট ভেঙ্গে মশাখালী স্টেশনে হাওর এক্সপ্রেস ও কাউরাইদ স্টেশনে মোহনগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেন আটকে পড়েছিল। তবে, এখন কাজ চলার পাশাপাশি ধীর গতিতে ট্রেন চালু রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ২৪.কম/হামিমুর রহমান/এনএএম