25 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কোভিড-১৯ রোগে বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, নতুন শনাক্ত ৮২১

চট্টগ্রামে কোভিড-১৯ রোগে বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, নতুন শনাক্ত ৮২১

কোভিড-১৯

বিএনএ,চট্টগ্রাম:  বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোভিড-১৯ রোগে ৯জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে মহানগর ও জেলায় কোভিড পজিটিভ নতুন রোগি শনাক্ত হয়েছে ৮২১ জন।

সোমবার(১২জুলাই) সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের এক প্রতিবেদনে উপরোক্ত তথ্য জানানো হয়। যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন মহানগরীতে ৩জন আর বিভিন্ন উপজেলায় ৬জন। এনিয়ে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ঠরোগ কোভিড-১৯ এ চট্টগ্রামে(শহর৫০০জন+ উপজেলায় ২৮০জন) মোট মারা গেলেন ৭৮০জন।

বিগত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলায় ২হাজার ১৭৪জনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ নতুন রোগি শনাক্ত হওয়া ৮২১ জনসহ বৃহত্তর চট্টগ্রামে মোট কোভিড-১৯ রোগির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫হাজার ৮২৯জন।নতুন রোগি শনাক্ত হওয়া ৮২১ জনের মধ্যে ৫২৭জন চট্টগ্রাম শহরে এবং ২৯৪জন হলেন ১৪ উপজেলার।

বিএনএনিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ