28 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ

যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ


বিএনএ : যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের মালিকানাধীন সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পর জাবেদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার কথা আল জাজিরাকে জানিয়েছে ‘ব্রিটেনের এফবিআই’ হিসেবে পরিচিত গুরুতর ও সংগঠিত অপরাধ দমন বিষয়ক সংস্থা এনসিএ।

বুধবার (১১ জুন)রাতে আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সম্পত্তি জব্দের আদেশের ফলে কার্যত সাইফুজ্জামান চৌধুরী এখন সেগুলো আর বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। এমন সময় এনসিএ এই পদক্ষেপ নিয়েছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডন সফর করছেন।

“UK crime agency freezes assets of disgraced Sheikh Hasina ally” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ-এর একজন মুখপাত্র জব্দকরণের আদেশ নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, ‘চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে।’

এনসিএ আন্তর্জাতিক দুর্নীতি, অর্থপাচার, মাফিয়া, এবং অবৈধ সম্পদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিতে পারে। তারা মূলত Unexplained Wealth Order (UWO) এর আওতায় তদন্ত শুরু করে, যেখানে সন্দেহভাজন ব্যক্তিকে তার সম্পদের উৎস প্রমাণ করতে হয়।

জাবেদের কতগুলো সম্পদ জব্দ হয়েছে এনসিএ না জানালেও লন্ডনের সেন্ট জন’স উডে অবস্থিত জাবেদের প্রায় দেড় কোটি ডলারে কেনা বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় থাকার তথ্য আল জাজিজার আই-ইউনিট জানতে পেরেছে। ২০২৪ সালের অক্টোবরে প্রচারিত ‘দ্য মিনিস্টার’স মিলিয়নস’ শিরোনামে প্রতিবেদনে এ বাড়ির দৃশ্য আই-ইউনিটের প্রামাণ্য চিত্রে গোপন ক্যামেরায় ধারণ করা হয়। ছদ্ম পরিচয়ে আল জাজিরার সাংবাদিকরা জাবেদের মন্ত্রী থাকাকালীন ব্রিটেনে তার সম্পদের বিষয়ে দীর্ঘ অনুসন্ধানের অংশ হিসেবে তার সঙ্গে কথা বলেছিলেন। জাবেদের যুক্তরাজ্যে বাড়ি ও ফ্ল্যাটসহ সাড়ে তিনশরও বেশি সম্পদ থাকার তথ্য উঠে এসেছিল। ওই প্রতিবেদনে জাবেদ বিভিন্ন দেশে থাকা তার সম্পদের বর্ণনা দিয়েছিলেন। তিনি তার দামি স্যুট ও জুতার কথাও তুলে ধরেন।

সেসময় এক প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে বলেছিলেন, “আমি আসলে তার ছেলের মত। তিনি জানেন যে, এখানে আমার একটি ব্যবসা আছে।

আল–জাজিরাকে দেওয়া পরে এক বিবৃতিতে সাইফুজ্জামান বলেছিলেন, বিদেশে তাঁর সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরের বৈধ ব্যবসা থেকে এসেছে। তিনি বছরের পর বছর এসব ব্যবসার মালিক। সাবেক এই মন্ত্রী আরও দাবি করেন, তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমননীতির শিকার।

তবে জাবেদই প্রথম নন যার সম্পত্তি জব্দ করল এনসিএ।  চলতি বছরের মে মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আরেক ঘণিষ্ঠ ব্যবসায়ী নেতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং তার বড় ভাইয়ের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিল এনসিএ। তাদের ৯ কোটি পাউন্ড বা ১৪৭৬ কোটি টাকা মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দে তখন নয়টি আদেশ দিয়েছিল সংস্থাটি।

সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বন্দর নগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান । জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত নিরপরাধ নিহত হওয়ার পর বাংলাদেশ থেকে পালিয়ে যান এই সাবেক ভূমিমন্ত্রী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ