29 C
আবহাওয়া
৬:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » দূষিত বর্জ্যে মারা যাওয়া গবাদিপশুর ক্ষতিপূরণ দিলেন সিইউএফএল

দূষিত বর্জ্যে মারা যাওয়া গবাদিপশুর ক্ষতিপূরণ দিলেন সিইউএফএল


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বৃহত্তর রাসায়নিক সার কারখানার ( সিইউএফএল) দূর্ষিত বর্জ্য পান করে গবাদিপশু মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিলেন সিইউএফএল কর্তৃপক্ষ। গত ৬ মে সিইউএফএল’র বিষাক্ত পানির পাইপ ফেঁটে দূর্ষিত বর্জ্য সয়লাব হয়ে যায় পার্শ্ববর্তী সাঁপমারা খালে। পরে এসব বিষাক্ত পানি পান করে স্থানীয়দের ১৩টি গবাদিপশুর মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত খামারি ও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। পরবর্তীতে সিইউএফএল কর্তৃপক্ষ ও সিবিএ সম্মিলতি ভাবে বিষয়টি খতিয়ে দেখে ১ মাসের মধ্যেই ১০ লাখ ৮৫ হাজার টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয়।

শনিবার (১২ জুন) বিকেলে সিইউএফএল গেষ্ট হাউসে ব্যবস্থাপক আবদুর রহিমের সভাপতিত্বে ৭ জন মহিষের মালিককে ১৩ টি মহিষের ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিসিআইসি উৎপাদন ও গবেষণার পরিচালক  মো. শাহীন কামাল, ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, তরুন বাবু, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানাসহ উপ ব্যবস্থাপক ও প্রশাসনসহ সিবিএ নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/নাবিদ,মনির

Loading


শিরোনাম বিএনএ