Bnanews24.com
আইটি-আইসিটি এক নজরে সব খবর

bnanews এর ফেসবুক একাউন্ট হ্যাকড

ফেসবুক একাউন্ট bnanews হ্যাকড

বিএনএ, ঢাকা: বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) এর ফেসবুক একাউন্ট bnanews হ্যাকড হয়েছে। গত ৯জুন রাতে কতিপয় হ্যাকার কাজটি করে। এ ঘটনায় বিএনএ কর্তৃপক্ষ ফেসবুক একাউন্টটির যে কোন রকম অপব্যবহারের ব্যাপারে খুবই  উদ্ধিগ্ন ও উৎকন্ঠিত। এ ব্যাপারে রাজধানীর গুলশান থানায় একটি জিডি করা হয়েছে। যার নং ৭৯৯ তারিখ:১০/৬/২০২১

বিএনএ’র বার্তা বিভাগের প্রধান সৈয়দ গোলাম নবী জানান, ৯জুন বুধবার রাতে ফেসবুক একাউন্ট bnanews হ্যাকড হয়। হ্যাকাররা একাউন্টটির ইমেইল ঠিকানা ও মোবাইল নাম্বারও পরিবর্তন করে ফেলেছে। বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়ে ইমেইল প্রেরণ করা হয়েছে।

ফেসবুক একাউন্ট bnanews এর বন্ধুদের প্রতি অনুরোধ, ওই একাউন্ট হতে যে কোন প্রকার অপপ্রচার , রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড, প্রতারণা করার চেষ্ঠা হলে দ্রুত বিএনএ(০১৭৬৬৪৪৪৪৪০) ও রাজধানীর গুলশান থানাকে অবহিত করবেন।

বিএনএনিউজ/এসজিএন