18 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে করোনায় মৃত্যু আরও ৪ হাজার ছাড়াল

ভারতে করোনায় মৃত্যু আরও ৪ হাজার ছাড়াল


বিএনএ ডেস্ক: ভারতে করোনায় মৃত্যু আরও ৪ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার হাজার দুই জনের। এ নিয়ে মোট মৃত্যু তিন লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, ২৪ ঘণ্টায় মৃত চার হাজারের মধ্যে কেবল মহারাষ্ট্রেই মারা গেছেন রেকর্ড দুই হাজার ৬১৭ জন। এর আগে এই রাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল দুই হাজার ২১৩ জন। এই সময়ে রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬৬ জন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮৭ হাজার।

এদিকে, গত মে মাসে কিছু কম হলেও জুনের শুরু থেকেই দেশটিতে করোনা টিকাকরণের গতি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে মোট টিকা নিয়েছেন ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ