27 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় : আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৮

চট্টগ্রামে করোনায় : আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৮

২৪ ঘন্টায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

বিএনএচট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ( বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১০০৪টি নমুনা পরীক্ষায় ১৫৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৯২ জন এবং উপজেলায় ৬৬ জন। এনিয়ে চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৭৪০ জন। এসময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। শনিবার (  ১২  জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬৭টি নমুনা পরীক্ষায় ৬৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৬৮টি নমুনা পরীক্ষায় ৬৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষায় ৩০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২টি নমুনা পরীক্ষায় ৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০২টি নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ২ জন, এপিক হেলথ ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ১০টি নমুনা পরীক্ষায় ৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে,ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু),এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৫৮ জন বেড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭৪০ জন। যাদের মধ্যে নগরে ৪৩ হাজার ৩৪৫ জন এবং উপজেলায় ১১ হাজার ৩৯৫ জন। একই সময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুতে বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮ জন। যাদের মধ্যে নগরে ৪৫৩ জন এবং উপজেলার ১৮৭ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ