17 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » হামাস বন্দীদের মুক্তি দিলে গাজা যুদ্ধবিরতি সম্ভব-বাইডেন

হামাস বন্দীদের মুক্তি দিলে গাজা যুদ্ধবিরতি সম্ভব-বাইডেন

বাইডেন

বিশ্ব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের বিনিময়ের জন্য মধ্যস্থতামূলক আলোচনায় হামাসের কোর্টে এখন বল রেখেছেন। যুদ্ধবিরতি চাওয়া না চাওয়া হামাসের ওপর ছেড়ে দিয়েছেন।

আলজাজিরা রবিবার(১২ মে ২০২৪) এক খবরে জানায়, “আগামীকাল একটি যুদ্ধবিরতি হবে যদি হামাস জিম্মিদের মুক্তি দেয়,” শুক্রবার একই রকম তিনটি ইভেন্টে বিষয়টি এড়িয়ে যাওয়ার পরে সিয়াটলের বাইরে একটি তহবিল সংগ্রহকারী সভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন।

হামাস সম্মত হওয়ার পর ইসরাইল এই সপ্তাহে একটি যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েল রাফাতে তার আক্রমণের সাথে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, যেখানে ১.৪ মিলিয়ন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এবং এর মিত্রদের সতর্কতা অমান্য করে, এর প্রধান সামরিক ও রাজনৈতিক সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রকেও  পাশ কাটিয়ে চলছে ইসরায়েল।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সময় প্রায় ২৫০জনকে বন্দী করা হয়। যাদের মধ্যে শতাধিক ব্যক্তি এখনো হামাসের নিকট জিন্মি রয়েছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ