34 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে নূরানী মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ত্বরিকত সম্মেলন

চন্দনাইশে নূরানী মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ত্বরিকত সম্মেলন

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান  আলহাজ আবদুল জব্বার চেীধুরী

কুরআনের শিক্ষা পরকালীন জীবনের বড় পাথেয়- চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান  আলহাজ আবদুল জব্বার চেীধুরী বলেন, কুরআনের শিক্ষা পরকালীন জীবনের বড় পাথেয়, ভাল কাজে এক শ্রেনীর মানুষ অন্তরায় হয়ে বাধার সৃষ্টি করে, আলোকিত সমাজ সৃষ্টির জন্যে বর্তমান সরকার যুগোপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে, তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত, মুফতি ফারুকী (র:) ইংল্যান্ডে অবস্থান করলে ও দেশের উন্নয়নে বড় অবদান রেখেছেন, তার মত আলোকিত মানুষ আজ বিরল। আমরা যার যার অবস্থান থেকে শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নে এগিয়ে আসলে সুখী ও সমৃদ্ধশালী দেশ সৃষ্টি হবে ।

গত ১২ মে চন্দনাইশের প: হাছনদন্ডী আহমদিয়া কাদেরিয়া নূরানী মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, ইংল্যন্ড জালালিয়া জামে মসজিদের সাবেক খতিব ড, মুফতি লোকমান ফারুকী (রহ:) ইছালে ছওয়াব উপলক্ষে মিলাদ ও তরিকত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এসব কথা বলেন।

সি.এন.আই চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও চন্দনাইশ প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী মুহাম্মদ মোজাহেরুল কাদেরের বাড়ীর সামনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, দরবারে গারাংগিয়ার খলিফা অব: সরকারী স্কুলের শিক্ষক মাও: মফজল আহমদ, দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের পরিচালক এ.কে.এম নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, দারুল ইহসান ট্রাষ্টের সভাপতি আলহাজ বদিউল আলম, দরবারে গারাংগিয়ার খলিফা আবদুল মন্নান ফারুকী, সাতবাড়িয়া ইউ.পি চেয়ারম্যান আহমদুর রহমান, গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো চীফ মোহাম্মদ আলী রাশেদ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, দোহাজারীর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, প্রধান শিক্ষক জাকের হোসেন ও সৈয়দ মোহাম্মদ ইয়াহিয়া, মাও: ছরওয়ার, মাও: এরফান, মাহফিলে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যানে আখেরী মুনাজাত পরিচালনা করেন, পীরে তরিকত শাহ মাও: মুহাম্মদ আবদুল হালিম রশিদী। প্রেস বিজ্ঞপ্তি।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ