30 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৪ জারি

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৪ জারি

রপ্তানি

 চট্টগ্রাম:  ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক শুক্রবার(১২ মে) রাতে জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর এলাকায় থাকা লাইটার জাহাজগুলোকে সদরঘাট থেকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস হতে মহাবিপদ সংকেত ৮, ৯ ও ১০ ঘোষিত হলে  চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ সতর্কতামূলক নিজস্ব ‘অ্যালার্ট-৪’ জারি করা হয়। তখন বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয় বলে তিনি জানান।

তিনি আরও জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা সংকেতের ওপর নির্ভর করে পর্যায়ক্রমে জাহাজ চলাচল ও পণ্য খালাস বন্ধ করে দেয়া হবে। যাতে বন্দর জেটি, চ্যানেল, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট, আমদানি-রপ্তানি পণ্য ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

বিএনএনিউজ২৪,জিএন

Total Viewed and Shared : 12,229 


শিরোনাম বিএনএ