27 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » শ্বশুরবাড়ি বেড়াতে এসে খুন হলেন জামাই

শ্বশুরবাড়ি বেড়াতে এসে খুন হলেন জামাই

মরদেহ

বিএনএ হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে রাবার বাগান থেকে রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় ওই মরদেহটি উদ্ধার হয়। নিহত যুবক জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিএসবি সদস্য জানান, রাসেল মিয়া শায়েস্তাগঞ্জ ওলিপুরে ইফাত কটন মিলের শ্রমিক ছিলেন। শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামে বিয়ে করেন। রাসেলের মা মাফুল আক্তারের সাথে ঝগড়া করে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। তাদের ৪ মাসের একটি সন্তান রয়েছে।

গত ৬ মে সন্ধ্যায় রাসেল শ্বশুরবাড়িতে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে মোবাইলে বাবা ও মা তার সঙ্গে যোগাযোগ করে কোন সাড়া পাননি। পরে ১০ মে শায়েস্তাগঞ্জ থানায় একটি অভিযোগ করেন মা মাফুল আক্তার। এ অভিযোগের একদিন পরে পুলিশ রাসেলের মরদেহ উদ্ধার করেছে।

বিএনএনিউজ২৪/ এমএএইচ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ