21 C
আবহাওয়া
১০:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলী নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

কর্ণফুলী নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

বরিশালে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, ডেস্ক: রাঙামাটির কাপ্তাইয়ে ফুটবল আনতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে রিয়াদুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৫টায় ব্যাঙছড়ি মুসলিমপাড়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু রিয়াদুল ইসলাম কাপ্তাই ৪ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. আমির হোসেনের ছেলে।

জানা গেছে, ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় শিশু রিয়াদুল ইসলাম বিকালে ফুটবল খেলছিল। হঠাৎ বলটি কর্ণফুলী নদীতে পড়ে গেলে সে কাউকে না জানিয়ে বলটি তুলতে নদীতে নামে। সাথে সাথে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুজির পর বিকালে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ইমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ