Bnanews24.com
Home » চলতি বছর হজযাত্রী ৫৭ হাজার ৫৮৫ জন
ইসলাম ও ঐতিহ্য বাংলাদেশ সব খবর

চলতি বছর হজযাত্রী ৫৭ হাজার ৫৮৫ জন

হজযাত্রী

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দেশের মোট হজযাত্রীর সংখ্যা মোট ৫৭ হাজার ৫৮৫ জন বলে জানা গেছে। বৃহস্পতিবার(১২মে) জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

চলতি বছর সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজব্রত পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ করবেন। এবার বাংলাদেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশে হবে।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের এ বৈঠকে আরও অংশগ্রহণ করেন সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, শওকত হাচানুর রহমান (রিপন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ।

বিএনএনিউজ২৪,জিএন