17 C
আবহাওয়া
১০:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ছুটিতে ক্রিকেটারদের সতর্ক থাকতে বলল বিসিবি

ছুটিতে ক্রিকেটারদের সতর্ক থাকতে বলল বিসিবি

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা?

বিএনএ, স্পোর্টস ডেস্ক : দেশে চলমান করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের বিষয়টি বিবেচনা করে ঈদের ছুটিতে ক্রিকেটারদের সতর্ক থাকতে বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটাদের নিরাপদ রাখার জন্য কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে বিসিবি।

পরিবারের সদস্য ছাড়া জনসাধারণের মধ্যে না গিয়ে এবং সাধারণ মানুষের সাথে দেখা না করার নির্দেশ দিয়েছে বিসিবি। বাড়িতে থাকতে এবং কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

বিসিবির প্রধান দেবাশিষ চৌধুরি বলেন, ‘ আমরা প্রত্যেক ক্রিকেটারকে ছুটির দিনে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘চলাচল সিমীত রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। ঈদের ছুটির পর গুরুত্বপূর্ণ সিরিজ হওয়ায় ক্রিকেটারদের কঠোর পরামর্শ দেয়া হয়েছে। আমাদের মেডিকেল বিভাগ জানিয়েছে, জনসাধারণের সমাবেশে যেন ক্রিকেটাররা না যায়। কোভিড-১৯ থেকে মুক্ত থাকতে যা যা করার প্রয়োজন তা করতে বলা হয়েছে।’

শ্রীলংকা সিরিজকে সামনে রেখে ১৮ মে থেকে আবারো অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অর্ন্তভুক্ত।

দেবাশিষ চৌধুরি জানান, যাদের প্রাথমিক দলে ডাকা হয়েছে তাদের দু’বার কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। এরপর সিরিজের জন্য তৈরি হওয়া জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।

তিনি বলেন, ‘আগামী ১৮ মে থেকে পুনরায় ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে। এরপর প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়দের দু’বার করোনা পরীক্ষা দিতে হবে। যারা করোনা পরীক্ষা নেগেটিভ হবে, তারাই জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।’

ঈদুল ফিতরের ঠিক পরই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার থেকে শুরু হচ্ছে ঈদুল-উল-ফিতর ছুটি এবং ১৭ মে শেষ হবে। সপ্তাহব্যাপী বিরতির সময় প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সতর্কতা অবলম্বন করার জন্য বিসিবির মেডিকেল বিভাগ নির্দেশ দিয়েছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসবে শ্রীলংকা। ১৭ ও ১৮ মে কোয়ারেন্টাইনে থাকবে সফরকারীরা। কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবে শ্রীলংকা। বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ১৯ ও ২০ মে অনুশীলন করবে তারা। বিকেএসপিতে ২১ মে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে লংকানরা। ২৩ মে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে শ্রীলংকা। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন অনুশীলন করবে শ্রীলংকা। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের সব ম্যাচ হবে দিবা-রাত্রির।সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে শ্রীলংকা।

 বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ