বিএনএ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন আরোহী। শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার বটতৈলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম। আহত ব্যক্তির নাম মিজানুর রহমান (২৭)। হতাহতরা সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। তারা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে একটি মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থলে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গড়াই নামে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, বর্তমানে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী