17 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


বিএনএ, বরিশাল: বরিশালের বানারীপাড়ায় সাকুরা পরিবহনের বাসের চাপায় নাসির উদ্দিন (৪৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাসির উদ্দিন উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মলঙ্গা ব্রীজ এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সাকুরা পরিবহনের বাসটি ঢাকা থেকে স্বরূপকাঠি যাচ্ছিলো। বিকেল তিনটার দিকে মাছরং এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহী নাসির উদ্দিন। এলাকাবাসী বাসটি আটক করলেও চালক, সুপারভাইজার ও সহকারীরা পালিয়ে গেছে।

স্বজনরা জানায়, নাসির উদ্দিন মোটরসাইকেলে করে স্বরূপকাঠির কুনিহারী এলাকা থেকে মলঙ্গা ব্রীজ এলাকার বাড়িতে ফিরছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিএনএ/কাজল, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ