25 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » এস আলমের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে

এস আলমের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায়  এস আলম গ্রুপের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, সকালে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৪ মার্চ বেলা ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। ৭ মার্চ বেলা ১১টায় কারখানার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর কারখানায় চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে উৎপাদন শুরু হয়।এর আগে গত ৫ মার্চ বিকেল ৩টার দিকে চট্টগ্রামে এস আলমের সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগে। ৬৭ ঘণ্টা পর ওই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ