29 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » কারেন প্রদেশে তুমুল লড়াই চলছে

কারেন প্রদেশে তুমুল লড়াই চলছে


বিএনএ, বিশ্ব ডেস্ক :  মিয়ানমার জান্তা সেনাদের সাথে কারেন ন্যাশনাল লিবারেশন (কেএনএলএ) এবং এর প্রতিরোধী সহযোগীদের তুমুল লড়াই চলছে। জান্তা সেনারা থাই সীমান্তবর্তী কারেন প্রদেশের মায়াওয়াদ্দি টাউনশিপের মেকানেল গ্রামে দফায় দফায় বিমান থেকে গোলাবর্ষন করছে।

ভীতসন্ত্রস্থ হয়েছে ১১টি গ্রামের ৮হাজারের বেশি বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। খবর ইরাবতি নিউজের।

মায়াওয়াদ্দি শহরের একজন বাসিন্দা বলেছেন: বিমান থেকে ভারি বোমা হামলায় পুরো গ্রাম ও আশপাশের এলাকায় প্রচন্ড শব্দ হয়  ও কেপে ওঠে।

বুধবার(১২ এপ্রিল২০২৩) ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে মিয়ানমার জান্তা সেনারা কারেন প্রদেশে বিমান হামলা বাড়িয়েছে। বহু ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। মেকানেল বিতর্কিত চীন-সমর্থিত শ্বে কোকো জুয়ার কেন্দ্র থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে যেখানে মিত্র কারেন প্রতিরোধ বাহিনী জান্তা সৈন্যদের সাথে লড়াই করছে।

ইরাবতি প্রতিনিধি হতাহতের তথ্য সংগ্রহ করার চেষ্ঠা করছে।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ