17 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় : ১৪ সেনা নিহত

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় : ১৪ সেনা নিহত

চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ)

বিএনএ, বিশ্ব  ডেস্ক : মিয়ানমারের একটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহীরা হামলা চালালে এক ডজনেরও বেশি মায়ানমার জান্তা সেনা নিহত এবং ১১ জনকে আটক করা হয়।

চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) সোমবার চিন রাজ্যের ফালাম টাউনশিপের ভার গ্রামে এ হামলা চালায়।

ঘটনার সময় সেখানে প্রায় ২৫ জন সৈন্য অবস্থান করেছিল। প্রায় এক ঘন্টা ৩০ মিনিটের তীব্র লড়াইয়ের পর, সিএনডিএফ ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয় এবং বেসটিতে আগুন দেওয়ার আগে গোলাবারুদ সহ ২১টি অস্ত্র বাজেয়াপ্ত করে, প্রতিরোধ গোষ্ঠীর মতে।

সিএনডিএফ অনুসারে, উভয়পক্ষের বন্দুকযুদ্ধে ১১ জন জান্তা সেনা সদস্য নিহত এবং ১৪ জন বন্দী হন।

বন্দুকযুদ্ধে সিএনডিএফ এর একজন যোদ্ধা ও একজন সাধারণ নাগরিক মারা যায় বলে খবরে বলা হয়েছে।

সূত্র : ইরাবতী নিউজ।

আরও পড়ুন : মিয়ানমারে সেনাবাহিনীর পৃথক বিমান হামলায় নিহত ৬৪

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ