19 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: চার দিনের সফরে ২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সফরের তারিখ নির্ধারণ হয়েছে বলে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ থেকে ২৮ এপ্রিল আনুষ্ঠানিক সফরে জাপানে অবস্থান করবেন। একই দিন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শেখ হাসিনার জাপান সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রচার করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন।

এর আগে গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। কিন্তু ২৪ নভেম্বর সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফর স্থগিতের কথা জানানো হয়। সে সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘জাপানের অভ্যন্তরীণ রাজনীতি এবং করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে।’

জাপান থেকে বিশ্বব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাবেন। আগামী ১ মে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এরপর যুক্তরাজ্য হয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপান সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে এবং এ সফরের মধ্যে দিয়ে জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে।

এই সফরে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করছে বাংলাদেশ ও জাপান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটা হবে শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। ১৯৯৭ সালের জুলাই মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে জাপানে যান তিনি। এ ছাড়া ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ সাল জাপান সফর করেন শেষ হাসিনা।

সফরে শেখ হাসিনা জাপান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশে ভাষণ দেবেন। এক অনুষ্ঠানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময়ে জাপানে বাংলাদেশের পক্ষে জনমত সংগঠন এবং ভারতে আশ্রয় গ্রহণ করা শরণার্থীদের সহায়তায় অবদান রাখার স্বীকৃতি হিসাবে চার বিশিষ্ট জাপানের নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ