14 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে মেয়রের বাসায় আগুন

সিলেটে মেয়রের বাসায় আগুন


বিএনএ, সিলেট : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মেয়রের বাসার নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আশার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। উদ্ধার ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন জানান, পুরুষরা নামাজে ছিলেন। আগুন দেখে বাসার কাজের লোকজন চিৎকার করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে এসে পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ