36 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » একদিনে রেকর্ড ১৪,৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

একদিনে রেকর্ড ১৪,৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

একদিনে রেকর্ড ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

বিএনএ, ঢাকা: দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯টায় রেকর্ড উৎপাদনের তথ্য জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড তথ্য জানায় পিডিবি।

মঙ্গলবার ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হওয়ায় ভেঙে গেল বৃহস্পতিবারের রেকর্ড।

গত ২১‌ মার্চ দেশের বৃহত্তম ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্যুৎকেন্দ্রটি চালু করার মাধ্যমে মুজিব বর্ষে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আনার সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করে আরেকটি মাইলফলক অর্জন করলো বলে জানান প্রধানমন্ত্রী।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ