18 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » মেধাবী ও অসচ্ছলদের মেধাবৃত্তি দিচ্ছে কুবি

মেধাবী ও অসচ্ছলদের মেধাবৃত্তি দিচ্ছে কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের ৮ হাজার ৫০০ টাকা হারে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন। সোমবার (১১ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান) শ্রেণির ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিভাগ হতে ১ জন করে ১৯ টি বিভাগ হতে মোট ১৯ জন এবং ১ম বর্ষ হতে ৪র্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিভাগ থেকে ২ জন করে মোট ৩৮ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বিভাগের চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা ও একজন শিক্ষককে নিয়ে প্রতিটি বিভাগের কমিটি গঠন করে আগামী ২০ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রার দপ্তরে প্রেরণের জন্য বলা হয়েছে।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ