29 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » শপথ নি‌য়েই যে সু‌যোগ সু‌বিধা ঘোষণা দি‌লেন শাহবাজ শরিফ

শপথ নি‌য়েই যে সু‌যোগ সু‌বিধা ঘোষণা দি‌লেন শাহবাজ শরিফ


বিএনএ, বিশ্বডেস্ক : সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শাহবাজ শরিফ। আইনপ্রণেতাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সোমবার প্রথমবারের মতো জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নতুন ঘোষণায় সরকারি চাকরিজীবীদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। যেসব সরকারি কর্মচারীর মাসিক বেতন ১ লাখ রুপির কম, তাঁদের বেতনের ১০ শতাংশ বাড়ানো হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও সেনা কর্মকর্তাদের পেনশনকালীন অর্থও ১০ শতাংশ বাড়ানো হবে। ১ এপ্রিল থেকে নতুন বেতন কার্যকর হবে।

পাকিস্তানকে বিনিয়োগের স্বর্গ হিসেবে গড়ে তুলবেন বলেও জানান শাহবাজ শরিফ।

এছাড়া কমমূল্যে গম বিক্রি এবং তরুণদের মধ্যে ল্যাপটপ সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

শাহবাজ বলেন, কাশ্মীর বিরোধের “ন্যায্য” সমাধানের শর্তে ভারতের সাথে সুসম্পর্ক এবং কাশ্মীরি, ফিলিস্তিনি ও আফগানিস্তানের পক্ষে আওয়াজ তোলা হবে।

নানা নাটকীয়তার পর গত শনিবার মধ্যরাতে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে হেরে যাওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রীর পদ হারান। এরপর সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে শাহবাজের পক্ষে ১৭৪টি ভোট পড়ে। ইমরান খানের দল পিটিআইর নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন। তাঁরা জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করারও ঘোষণা দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ