বিএনএ, রাঙ্গামাটি : সোমবার(১২ এপ্রিল)সকালে রাঙ্গামাটিতে সীমিত পরিসরে বিজু ফুলভাসানো উৎসব পালিত হয়।
পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈসুক, সাংগ্রই ও বিজু যা সংক্ষেপে বৈসাবি উৎসব শুরু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) শুরু হওয়া এ উৎসব বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন নিয়ে চলবে। চাকমা সম্প্রদায়ের সোমবার ছিল ফুল বিজু। খুব ভোরে তরুণ-তরুণী, শিশুরা ফুল সংগ্রহ করে নদীতে ফুল দেয়। এ ফুল দেওয়ার উদ্দেশ্য হলো পুরাতন বছরের সব গ্লানি দুঃখ মুছে গিয়ে, নতুন বছরের শুভ কামনা করা।
ভোর থেকে খাগড়াছড়ি জেলা সদরের খবংপুজ্যা গ্রামের চরে চেঙ্গী নদীতে ফুল দিতে যায় শত শত তরুণ-তরুণী ও শিশু। সকালে ফুল দেওয়া শেষ হলে, প্রত্যেকে নিজ নিজ বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন করে ও ফুল দিয়ে সাজায়।
মঙ্গলবার মুল বিজু। মুল বিজুর দিনে প্রতিটি বাড়িতে অতিথি আপ্যায়ন করা হবে। অতিথিদের নানা রকমের সবজি দিয়ে ‘পাচন’ তৈরি করে অতিথিদের পরিবেশন করা হয়। বাংলা নতুন বছরটি হলো গজ্যাপুজ্যা দিন। এদিন বিশ্রামের সময়। অবশ্য আজকাল এই দিনেও প্রত্যেক বাড়িতে খানাপিনা চলে।
বৈশ্বয়িক মহামারি করোনার কারণে অধিকাংশকে মাস্ক পড়তে দেখা গেছে। গত বছর করোনা মহামারির কারণে বৈসাবি উৎসব হয়নি।
বিএনএনিউজ২৪/ এসজিএন