16 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে দেওয়াল চাপায় রংমিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামে দেওয়াল চাপায় রংমিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামে দেওয়াল চাপায় রংমিস্ত্রির মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে দেওয়াল চাপায় নুরুল ইসলাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মতিঝর্ণা এলাকায় বসবাসকারী আবুল মিয়ার ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চৌমুহনীতে রাস্তা প্রশস্ত করতে সীমানা প্রাচীর ভাঙার সময় হেঁঠে যাওয়া নুরুল ইসলাম দেওয়াল ধসে পড়ে।

এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ