বিএনএ বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে দীর্ঘ বৈঠক শেষে প্রাথমিকভাবে ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেদ্দায় আয়োজিত বৈঠকে ওয়াশিংটনের প্রস্তাব মেনে নেয় কিয়েভ। যুক্তরাষ্ট্র-ইউক্রেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে ৩০ দিনের একটি অন্তবর্তীকালীন যুদ্ধবিরতি কার্যকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতায় এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে। এটি কিন্তু কেবল ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা ব্যবহার অথবা কৃষ্ণসাগর এলাকার জন্য নয়, বরং পুরো যুদ্ধক্ষেত্রের জন্যই এই বিরতি প্রযোজ্য হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন প্রস্তাবে সম্মত হবেন বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, বুধবার এ বিষয়ে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের বৈঠক হতে পারে।
বিএনএ/ ওজি